‘আওয়ামী লীগ জনগণে বিশ্বাসী, ভোটিং মেশিনে নয়’
প্রকাশিত : ১৭:৪০, ৩১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৯:১৫, ৩১ আগস্ট ২০১৮
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা সব সময় জনগণের ওপর নির্ভরশীল। তাই জনগণের ভোটে আমরা নির্বাচিত হব। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) লাগবে কি লাগবে না, সেটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কারণ, আওয়ামী লীগ জনগণে বিশ্বাসী, ভোটিং মেশিনের (ইভিএম) ওপর বিশ্বাসী নয়।
‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনমতকে উপেক্ষা করে অপকৌশলে সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন মন্তব্যের জবাবে শুক্রবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক তার নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, প্রাসাদে বসে ষড়যন্ত্র করে বিএনপি নির্বাচিত হয়েছে। জনগণ ইভিএমে ভোট প্রদান করুক কিংবা সরাসরি ব্যালটে সিল মেরে ভোট প্রদান করুক, তা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই। আওয়ামী লীগের কাছে সবকিছুতেই গ্রহণযোগ্য নির্বাচন বলে গণ্য হবে।
প্রতিবাদে শুক্রবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক তার নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে হোক আর বাংলাদেশ আমলেই হোক, আওয়ামী লীগ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, স্থানীয় চেয়ারম্যান জালাল উদ্দিনসহ প্রমুখ।
এসি
আরও পড়ুন